Wednesday, February 16, 2022

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে রক্ষায় আমাদের করনীয় কি ?

১. Two Facetor Authentication অন করুন। এটা Settings এ ঢুকে Security And Login এ পাবেন । এমন একটা মোবাইল নাম্বার অ্যাড করুন যেটাতে আপনার সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে । বিদেশ ভ্রমনের সময় কিছু কিছু কোড জেনারেটেড করে রাখুন, যাতে জরুরী সময় ব্যাবহার করতে পারেন। 

২. সবার আগে গোপনীয় ও সেন্সেটিভ Chatting গুলো মুছে ফেলুন। আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে এইসব Chatting গুলো দিয়ে হ্যাকারা ব্ল্যাকমেইল করতে পারে বা আপনার পার্সোনাল তথ্য গুলো হাতিয়ে নিয়ে আপনার ক্ষতি করতে পারে । 

৩. ফিশিং লিঙ্কগুলো চিনতে চেষ্টা করুন এবং পরিহার করুন।

৪. জাতীয় পরিচয়পত্র মোতাবেক ফেসবুক প্রফাইল বানান বিশেষ করে জন্ম তারিখ অ নাম সঠিক করে লিখুন ; যেমন ,  " Angel " , "তানিশা", "ভোরের পাখি" , "অচেনা বালক " ইত্যাদি নাম পরিহার করুন । 
 

৫. সবাই নিজের প্রোফাইলের লিঙ্কটা মনে রাখুন 

৬. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট কপি কখনো অজ্ঞাত কাউকে দিবেন না, বা যাকে দিচ্ছেন তাঁকে এই কপির অপব্যবহার রোধে সতর্ক করুন । 

No comments:

Post a Comment