Tuesday, February 15, 2022

টু স্টেপ ভেরিফিকেশন কি? ফেসবুক ও জিমেইলে সেটআপ পদ্ধতি।

স্টু স্টেপ ভেরিফিকেশন হলো অনলাইন অ্যাকাউন্ট গুলোর নিরাপত্তা প্রদান করার একটি সিস্টেম অর্থাৎ এটি একটি সিকিউরিটি সিস্টেম। 
আরো ভালো করে বুঝাতে গেলে আমরা যদি ইংরেজি Two Step Verification এই শব্দটির মানে বের করে তাহলে বুঝতে পারবো। এইখানে Two step verification বলতে দুই স্তর নিরাপত্তা ব্যবস্থাপনা সিস্টেম। আমরা যখন কোন একটি ওয়েবসাইট বা সার্ভিস যেমন ধরা যাক ফেসবুকে লগিন করে তখন লগিন করার জন্য আমাদের বেশি কিছু করতে হয় শুধু মোবাইল নাম্বার বা ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সহজে লগিন করে থাকি।

কিন্তু যখন আমাদের অ্যাকাউন্ট গুলোতে স্টেপ ভেরিফিকেশন সিস্টেম অন থাকে তখন পাসওয়ার্ড দিলেও লগিন করতে পারবো না। পাসওয়ার্ড দিয়ে লগিন করার পর আবার আরেকটি উপায়ে যাচাই করবে আসলেই আপনি লগিন করছেন কিনা। যদি আপনি সেই স্তর বা ধাপ টা পারি দিতে পারেন তাহলেই আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে দিবে।

No comments:

Post a Comment