Wednesday, December 6, 2023

Watch Anime Series With bhai



3D অ্যানিমেশন হল একটি কম্পিউটার-জেনারেটেড অ্যানিমেশন যা ত্রিমাত্রিক মডেল এবং অ্যানিমেশন টেকনিক ব্যবহার করে তৈরি করা হয়। এটি সাধারণত 2D অ্যানিমেশন থেকে পৃথক করা হয়, যা traditional অ্যানিমেশন টেকনিক যেমন হাত-অঙ্কিত ফ্রেম ব্যবহার করে তৈরি করা হয়। 

  

কিছু 3D Anime Series দেখার ভিডিও লিংক প্রোভাইড অরা হলো। 




anime4i ( Anime সিরিজ Website )

উপরের বোল্ড করে লেখা Link এ ক্লিক করুন, কাঙ্খিত ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। 






luciferdonghua ( Anime সিরিজ Website

উপরের বোল্ড করে লেখা Link এ ক্লিক করুন, কাঙ্খিত ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। 







animexin ( Anime সিরিজ Website ) 

উপরের বোল্ড করে লেখা Link এ ক্লিক করুন, কাঙ্খিত ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। 













Wednesday, February 16, 2022

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে রক্ষায় আমাদের করনীয় কি ?

১. Two Facetor Authentication অন করুন। এটা Settings এ ঢুকে Security And Login এ পাবেন । এমন একটা মোবাইল নাম্বার অ্যাড করুন যেটাতে আপনার সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে । বিদেশ ভ্রমনের সময় কিছু কিছু কোড জেনারেটেড করে রাখুন, যাতে জরুরী সময় ব্যাবহার করতে পারেন। 

২. সবার আগে গোপনীয় ও সেন্সেটিভ Chatting গুলো মুছে ফেলুন। আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে এইসব Chatting গুলো দিয়ে হ্যাকারা ব্ল্যাকমেইল করতে পারে বা আপনার পার্সোনাল তথ্য গুলো হাতিয়ে নিয়ে আপনার ক্ষতি করতে পারে । 

৩. ফিশিং লিঙ্কগুলো চিনতে চেষ্টা করুন এবং পরিহার করুন।

৪. জাতীয় পরিচয়পত্র মোতাবেক ফেসবুক প্রফাইল বানান বিশেষ করে জন্ম তারিখ অ নাম সঠিক করে লিখুন ; যেমন ,  " Angel " , "তানিশা", "ভোরের পাখি" , "অচেনা বালক " ইত্যাদি নাম পরিহার করুন । 
 

৫. সবাই নিজের প্রোফাইলের লিঙ্কটা মনে রাখুন 

৬. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট কপি কখনো অজ্ঞাত কাউকে দিবেন না, বা যাকে দিচ্ছেন তাঁকে এই কপির অপব্যবহার রোধে সতর্ক করুন । 

Tuesday, February 15, 2022

টু স্টেপ ভেরিফিকেশন কি? ফেসবুক ও জিমেইলে সেটআপ পদ্ধতি।

স্টু স্টেপ ভেরিফিকেশন হলো অনলাইন অ্যাকাউন্ট গুলোর নিরাপত্তা প্রদান করার একটি সিস্টেম অর্থাৎ এটি একটি সিকিউরিটি সিস্টেম। 
আরো ভালো করে বুঝাতে গেলে আমরা যদি ইংরেজি Two Step Verification এই শব্দটির মানে বের করে তাহলে বুঝতে পারবো। এইখানে Two step verification বলতে দুই স্তর নিরাপত্তা ব্যবস্থাপনা সিস্টেম। আমরা যখন কোন একটি ওয়েবসাইট বা সার্ভিস যেমন ধরা যাক ফেসবুকে লগিন করে তখন লগিন করার জন্য আমাদের বেশি কিছু করতে হয় শুধু মোবাইল নাম্বার বা ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সহজে লগিন করে থাকি।

কিন্তু যখন আমাদের অ্যাকাউন্ট গুলোতে স্টেপ ভেরিফিকেশন সিস্টেম অন থাকে তখন পাসওয়ার্ড দিলেও লগিন করতে পারবো না। পাসওয়ার্ড দিয়ে লগিন করার পর আবার আরেকটি উপায়ে যাচাই করবে আসলেই আপনি লগিন করছেন কিনা। যদি আপনি সেই স্তর বা ধাপ টা পারি দিতে পারেন তাহলেই আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে দিবে।

Monday, February 14, 2022

ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করুন (How to change Facebook password in Bengali)


 পাসওয়ার্ড ভুলে গেছেন বা ভুলে যাওয়া পাসওয়ার্ড চেঞ্জ করবেন এর জন্য আপনারা আপনার মোবাইলের সেটিংস এ ক্লিক করবেন। অথবা ফেইসবুক লগইন করার সময় নিচে  দেখতে পাবেন ফরগেট পাসওয়ার্ড ওইখানে ক্লিক করলে ও হবে । আমি প্রথম টার অপশন টা দিয়ে দেখাচ্ছি ,আপনারা ফেসবুকে সেটিংস এ ক্লিক করবেন


এই সেটিংস এ ক্লিক করার পর আপনারা security and login অপশন দেখতে পাবেন তো আপনার ওইখানে ক্লিক করবেন।


Friday, February 11, 2022

 

      ফেসবুক আইডি নিরাপদ রাখার কৌশল


এ সম্পর্কে ফেসবুক নিরাপত্তা বিশ্লেষকরা বেশ কয়েকটি দিক নির্দেশনা প্রদান করেছেন। এগুলোর মধ্যে উলেখযোগ্য কয়েকটি হলো-

ফেসবুকের পাসওয়ার্ড অন্য কোনও ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় বা এটি কারো সাথে শেয়ার করাও ঠিক না। পাসওয়ার্ড হতে হবে ছোটবড় অক্ষর ও নম্বর মিলিয়ে কমপক্ষে ৮ সংখ্যার, কেউ যাতে সহজে ধারণা করতে না পারে।